leadT1ad

মঙ্গলবার এমপিও শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২২: ০৮
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি। ছবি: সংগৃহীত

কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় সচিবালয় অভিমুখে যাবেন তাঁরা।

আজ সোমবার (১৩ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আগামীকাল লাগাতার অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির পাশাপাশি বেলা ১২টায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালিত হবে।’

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।

এসব দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল আজ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন কয়েকশ’ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

এর আগে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কেও অবস্থান নেন। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরেদ তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

Ad 300x250

সম্পর্কিত