leadT1ad

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২: ২৫
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ কমিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকালে বুসানের গিমহায় বিমান ঘাঁটিতে দুই প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের শুল্ক হার কমানোর এই তথ্য জানান ট্রাম্প।

শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপসংহারে পৌঁছেছি এবং কিছু পরে এগুলো আমরা আপনাদের (সাংবাদিক) কাছে দেব।

তিনি আরও যোগ করেন, বুধবার ক্রয় পুনরায় শুরুর অনুমোদনের পর চীন অতিদ্রুতই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় শুরু করবে।

ট্রাম্প বলেন, আর ফেন্টানিলের (হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক) ব্যাপারে আমরা একমত হয়েছি, তিনি (শি) এর সরবরাহ বন্ধের ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন না তিনি।

তিনি বলেন, প্রশ্নবিদ্ধ চিপগুলি ব্ল্যাকওয়েল এআই চিপ নয়, এগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ।

চীনের বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পর যুক্তরাষ্ট্র সফর করবেন।

এদিকে, বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বললেও চীনের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি।

এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় অবস্থিত বিমান ঘাঁটিস্থ বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে তিনিও বৈঠকস্থলে পৌঁছান। পরে সেখানেই তাদের মধ্যে বৈঠকটি হয়।

উল্লেখ্য, প্রথমে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা দীর্ঘ হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বৈঠকটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অনেক পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত