leadT1ad

দোহায় হামলা: কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

স্ট্রিম ডেস্ক
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু‘র বৈঠক থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করা হয়। ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে কাতারের দোহায় চালানো হামালায় দেশটির এক নাগরিক নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও দোহায় অবস্থানরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছিল ইসরায়েল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠক থেকেই এক যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু। খবর আল জাজিরার।

এই ব্যাপারে হোয়াইট হাউসের এক বিবৃতি বলা হয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে কাতারের এক সেনা নিহতের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্যও দুঃখপ্রকাশ করেছেন নেতানিয়াহু। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর চালানো ওই হামলায় হামাসের নিম্নপদস্থ অন্তত পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। যদিও ওই হত্যাচেষ্টা থেকে তারা বেঁচে গেছেন।

নেতানিয়াহুর এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ অবদান অব্যাহত রাখতে কাতারর প্রস্তুতির কথাও জোর দিয়ে বলেন আল থানি।

এছাড়া দুই নেতা গাজা যুদ্ধ অবসানের প্রস্তাব, অধিক নিরাপদ মধ্যপ্রাচ্যের সম্ভাবনা এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

Ad 300x250

সম্পর্কিত