leadT1ad

পাকিস্তানের উজানে বাঁধের ঘোষণা আফগানিস্তানের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৫: ১৭
কুনার নদী। সংগৃহীত ছবি

ভারতের পর আফগানিস্তানও এবার পাকিস্তানের নদীর পানি প্রবাহ ‘নিয়ন্ত্রণ’ করতে যাচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা আরটির প্রতিবেদন অনুযায়ী, তালেবান সরকার কুনার নদীর উপর দ্রুত একটি বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে। ডুরান্ড লাইনে দুই প্রতিবেশী দেশের বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই আফগানিস্তান এই পদক্ষেপ নিল।

আরটির প্রতিবেদন অনুসারে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে কুনার নদীতে নির্মিতব্য বাঁধ পাকিস্তানে পানির সরবরাহ সীমিত রাখতেই করা হচ্ছে।

১১ অক্টোবর কাবুল ও পাকতিকায় ‘জঙ্গি’ সংগঠন টিটিপিকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার পর দুই প্রতিবেশির মধ্যে সীমান্তে একাধিক স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ট্যাংক, ভারী অস্ত্র ও আইইডি ব্যবহৃত হয় এবং এই সংঘাতে উভয় পক্ষেরই প্রাণহানি ঘটে।

নতুন এই বাঁধ পাকিস্তানের পানিসংক্রান্ত প্রথম সংকট নয়। কয়েক মাস আগে ভারতের পাহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর, ভারত সিন্ধু পানি চুক্তির কিছু অংশ স্থগিত করে দেয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি- সিন্ধু নদী ও এর ছয় উপনদীর পানি ভাগাভাগি নিয়ন্ত্রণ করে। ভারত ও পাকিস্তানের পানিসম্পদ বণ্টনে এ চুক্তি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Ad 300x250

সম্পর্কিত