leadT1ad

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট দ্বন্দ্বে নতুন নাটকীয় অধ্যায়

স্ট্রিম গ্রাফিক

সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ মানেই যেন বাড়তি রোমাঞ্চ, বাড়তি উত্তাপ। কোনো কোনো সময়ে সেই লড়াই হয়ে ওঠে বিব্রতকর, কখনো-বা তিক্ততায় ভরা। ২২ গজে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ এখন আর স্রেফ মাঠের খেলা নয়, বরং একধরনের আবেগ আর ক্রিকেট নাটকীয়তার নতুন অধ্যায়।

এবার সেই অধ্যায়ে যোগ হচ্ছে নতুন এক মোড়। কয়েক দিনের জন্য বাংলাদেশি সমর্থকদের শ্রীলঙ্কার প্রতি শত্রুতাটা গিলে ফেলতে হয়েছিল। এশিয়া কাপে টিকে থাকতে ভরসা করতে হয়েছিল সেই শ্রীলঙ্কার জয়েই। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয় তুলে নেওয়ার পরই টিকে থাকল বাংলাদেশের এশিয়া কাপের আশা। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসে মাতলেন সমর্থকেরা, কেউ আবার মজার ছলে হাতে তুললেন শ্রীলঙ্কার পতাকা। শ্রীলঙ্কার জার্সিও গায়ে তুললেন কেউ কেউ।

এই নাটকীয় আবহ নিয়েই আজ শনিবার (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ। পয়েন্টের লড়াই ঘিরে দুই দলই মাঠে নামবে একে অপরকে ছাড়িয়ে যেতে।

চারিত আসালাঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কা এখন পর্যন্ত এশিয়া কাপে দাপুটে অবস্থানেই আছে। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা, বাংলাদেশকেও হারিয়েছে। তবে বাংলাদেশ কিংবা আফগানিস্তান নয়, আশ্চর্যজনকভাবে দলটিকে সবচেয়ে বেশি চাপে ফেলেছিল হংকং।

সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস দলের হাল ধরেন, আর এতে ওপেনার পাথুম নিসাঙ্কার ওপর থেকে চাপ সরে যায়। সব মিলে শ্রীলঙ্কা এখন আরও আত্মবিশ্বাসী।

এদিকে বাংলাদেশের সামনে সুযোগ নিজেদের আরও একবার পরখ করে নেয়ার। দল থেকে পারভেজ ইমন বাদ পড়েছেন, তাঁর জায়গায় ফিরেছেন সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে আসল পরীক্ষা অপেক্ষা করছে সাইফের জন্য। শ্রীলঙ্কা সঙ্গে আগের ম্যাচে তো বাংলাদেশ ধসে পড়েছিল শুরুতেই, টানা দুটি উইকেট-মেডেন ওভারে। দলের বোলিং ভারসাম্য নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। পঞ্চম বোলারের দায়িত্ব ভাগাভাগি করেছিলেন সাইফ ও শামীম, কিন্তু লঙ্কানদের বিপক্ষে সেটিও ব্যর্থ প্রমাণিত হয়েছে।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, তবে এশিয়া কাপে তিনি খরুচে বোলার হয়ে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে করলেন বছরের সবচেয়ে খরুচে স্পেল (৩ ওভার ৩৫ রান, ১ উইকেট)। এবার তাঁকে ফিরতে হবে পুরোনো ছন্দে। আর মাত্র চার উইকেট পেলেই তিনি ছুঁয়ে ফেলবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫০ উইকেট। আর তাতেই পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে (১৪৯)।

অন্যদিকে, কুশল মেন্ডিস এখন শ্রীলঙ্কার আশা-ভরসা। আফগানিস্তানের বিপক্ষে তাঁর ৭৪ রানের অপরাজিত ইনিংস দলকে জিতিয়েছে। বাংলাদেশের বিপক্ষে তাঁর রেকর্ডও দারুণ, শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে করেছেন চারটি সেঞ্চুরি। তাই সুপার ফোরের এই ম্যাচে তাঁর উইকেটটাই সবচেয়ে দামি।

পিচ ও আবহাওয়া: দুবাইয়ে রান তুলতে ভোগান্তি

দুবাইয়ের উইকেট ব্যাটসম্যানদের জন্য ভোগান্তি বয়ে আনছে। এই এশিয়া কাপে এখানে গড় স্ট্রাইক রেট মাত্র ১০৯ দশমিক ২৬। এর তুলনায় আবুধাবিতে তা কিছুটা ভালো—১১৯ দশমিক ৫০। ধীরগতির এই পিচে স্পিনাররাই পাচ্ছেন বাড়তি সুবিধা। আর আবহাওয়া? যথারীতি উষ্ণ আর ভ্যাপসা গরম।

পরিসংখ্যান ও তথ্য:

  • ৫১৩ রান নিয়ে ২০২৫ সালে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস।
  • আফগানিস্তানের বিপক্ষে নুয়ান তুষারার ৪/১৮ (১৮ রানের বিনিময়ে ৪ উইকেট) হলো টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার সেরা বোলিং ফিগার।
  • জাকের আলী ব্যাট হাতে নানা চমক দেখালেও, এই টুর্নামেন্টে তাঁর ৫৩ রান এসেছে ৪৮ বলে, যেখানে মাত্র তিনটি চার।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুশারা।

Ad 300x250

সম্পর্কিত