leadT1ad

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। ছবি: ডেকেন ক্রনিক্যাল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করে আজ সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে তাঁর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধর্মেন্দ্রের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, ভক্ত, সহকর্মী এবং শিল্পের তারকারা এই খবরে গভীরভাবে মর্মাহত।

ছয় দশকের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিম সিনেমায় অভিনয় করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ষাটের দশকের মাঝামাঝি থেকে তিনি ‘আই মিলন কি বেলা’, ‘ফুল অউর পাথর’ এবং ‘আয়ে দিন বাহার কে’ ছবির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ‘ফুল অউর পাথর’, ‘আয়ে দিন বাহার কে’ ও ‘শোলে’-র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই শীর্ষ অভিনেতার স্থানে পৌঁছে যান।

সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে আখ্যায়িত করে। বলিউডে তিনি পরিচিত হন “হি-ম্যান অব ইন্ডিয়া” নামে।

অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে সানি ও ববি দেওল, আর হেমা মালিনীর ঘরে দুই মেয়ে এষা ও আহানা দেওল জন্ম নেন।

Ad 300x250

সম্পর্কিত