leadT1ad

রমজান সামনে রেখে খাদ্যপণ্য আমদানিতে ছাড়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২: ১৭
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পবিত্র রমজান মাস শুরুর আগেই খাদ্যপণ্য আমদানিতে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার ফলে রোজায় ভোগ্যপণ্যের সরবরাহ বাড়িয়ে দাম কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। এ জন্য ১০ ধরনের খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন বা নগদ জমার সীমা ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য বাকিতে আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০ পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। নির্দেশনাটি তাৎক্ষণিক কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

এদিকে বুধবার অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিনের বাকিতে আমদানি করা যাবে। বিদেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব পণ্য আমদানি করা যায়; এ ক্ষেত্রে দেশীয় ব্যাংকগুলো আমদানিকারকের পক্ষে সেই ঋণ পরিশোধের নিশ্চয়তা দেয়। আর আমদানিকারক এই ঋণ ৯০ দিন পর পরিশোধ করতে পারবেন। এই সুবিধাটিও আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কিছু পণ্যের আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত নগদ মার্জিন বাধ্যতামূলক ছিল। অর্থাৎ, নগদ টাকা জমা দিয়ে তার বিপরীতে আমদানির ঋণপত্র খুলতে হতো। পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার কমানোর সুযোগ দেওয়া হয়, যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে এসব পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। তাই বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও মূল্য সহনীয় রাখতে আমদানি সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পুরো দেশের মানুষ উপকৃত হবে।

কত মাসে ভোগ্যপণ্যের শীর্ষ ২০ আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বিশেষ সভা করে। সেই সভায় ব্যবসায়ীরা বেশ কিছু দাবি জানান। সেই সূত্রে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত