leadT1ad

অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার

বাসস
বাসস
ঢাকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৩: ২১
রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ছবি: বাসস থেকে নেওয়া

রেমিট্যান্স প্রবাহ বছর ভিত্তিতে ১১ দশমিক ১ শতাংশ বেড়ে অক্টোবরের প্রথম ২৬ দিনে তা ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৪৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার ।

Ad 300x250

সম্পর্কিত