leadT1ad

নভেম্বরে রেমিট্যান্স এল ২৮৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩১ শতাংশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ছবি: বাসস থেকে নেওয়া

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২৮৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই মাসের তুলনায় যা ৩১ দশমিক ৩৮ শতাংশ বেশি। গত বছর নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে মোট ১ হাজার ৩০৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। নভেম্বরে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৫৮ কোটি ৭০ লাখ, কৃষি ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৫৯ লাখ ও বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডির চাহিদা কমেছে ও ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল রয়েছে। ফলে বৈধ পথে আয় আসা বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন (৩,২০০ কোটি) ডলার ছাড়িয়েছে। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলারের বেশি।

ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সংকট না থাকায় আসন্ন রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতে সমস্যা হচ্ছে না। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত