leadT1ad

অক্টোবরে রেমিট্যান্স কমলেও বেড়েছে আগের বছরের তুলনায়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২২: ২৪
অক্টোবরে রেমিট্যান্স কমলেও বেড়েছে আগের বছরের তুলনায়। ছবি: বাসস

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।

সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।

কোন ব্যাংকে কেমন রেমিট্যান্স

বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।

তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

Ad 300x250

সম্পর্কিত