.png)

স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
.png)

প্রায় এক বছর পর দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত মিলছে। টানা স্থবিরতার পর পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও ঋণপত্র খোলা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
১ দিন আগে
রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫ সফলভাবে শেষ হয়েছে।
১ দিন আগে
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণ দেখিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
২ দিন আগে
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণের কথা ছিল।
৪ দিন আগে