leadT1ad

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মারা গেছেন।

তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কামাল উদ্দিন সিদ্দিকীর জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৬ সালে ফলিত রসায়নে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৪ সালে লন্ডনের লিডস ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসনে ডিস্টিংশনসহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডেভেলপমেন্ট স্টাডিসে মাস্টার অব আর্টস এবং একই বিশ্ববিদ্যালয়ে ১৯৮০ সালে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেন ।

কর্মজীবনে ১৯৬৮ সালে সিএসপি হিসেবে যোগ। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন। সমাজ, গ্রামীণ দারিদ্র ও উন্নয়ন বিষয়ে তিনি ২৫টির বেশি বই রচনা করেছেন।

Ad 300x250

সম্পর্কিত