leadT1ad

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পদোন্নতিতে ৮০ শতাংশ, প্রজ্ঞাপন জারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০: ৫৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের ৮০ শতাংশই হবে পদোন্নতির মাধ্যমে। বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগের বিধান রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সংশোধনী এনেছে সরকার।

গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণসহ অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে, সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। এক্ষেত্রেও ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Ad 300x250

সম্পর্কিত