.png)

স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে অবস্থায় থাকা ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিটি ব্যাংকে পাঁচজন করে কর্মকর্তা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল। তারাই একীভূত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্যাংক গঠন করবে।
গতকাল মঙ্গলবার পাঁচ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। একই বিষয়ে ব্যাংকগুলোকে চিঠিও দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নিয়ন্ত্রণে, আর বাকি চারটি নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের সাইফুল আলম বা এসব আলম গ্রুপের মালিকেরা। আওয়ামী লীগ সরকারের সময়ে দুজনই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন।
সরকার পরিবর্তনের পর পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে নানা অনিয়ম ধরা পড়ে। ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় ও তহবিল দিলেও তারা তা পারেনি। শেষ পর্যন্ত একীভূত উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আমানতকারীরা চলতি মাসেই দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এসব ব্যাংকের কারও চাকরি যাবে না।’
তিনি জানান, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে, তবে পরিচালিত হবে বেসরকারি খাতে। ফলে কর্মীদের বেতন বাজারভিত্তিক এবং আমানতকারীদের মুনাফা বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত হবে।
গভর্নর বলেন, ‘প্রশাসক দেওয়ার পরও ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে। একই সঙ্গে একীভূত প্রক্রিয়াও এগোবে। প্রত্যেক আমানতকারী চাইলে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।’
জনবল থাকবে আগের মতো
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের মোট সাত শত পঞ্চাশটি শাখা আছে। বিদ্যমান জনবলই এসব শাখায় থাকবে। কোথায় শাখা স্থানান্তর করা যায়, তা বাংলাদেশ ব্যাংক যাচাই করবে।
শেয়ারধারীদের কিছুই থাকছে না
শেয়ারধারীদের বিষয়ে জানতে চাইলে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকে যে পরিমাণ ক্ষত হয়েছে, তাতে প্রতিটি ১০ টাকা শেয়ারের মূল্য ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকা হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবে না। তাদের শেয়ার শূন্য হয়ে গেছে। তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না, এটাই তাদের ভাগ্য। তবে যারা বন্ডে বিনিয়োগ করেছে, তারা টাকা বা শেয়ার পাবে।
কারা হলেন প্রশাসক
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের প্রশাসক হয়েছেন নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম দায়িত্ব নিয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে অবস্থায় থাকা ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিটি ব্যাংকে পাঁচজন করে কর্মকর্তা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল। তারাই একীভূত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্যাংক গঠন করবে।
গতকাল মঙ্গলবার পাঁচ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। একই বিষয়ে ব্যাংকগুলোকে চিঠিও দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নিয়ন্ত্রণে, আর বাকি চারটি নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের সাইফুল আলম বা এসব আলম গ্রুপের মালিকেরা। আওয়ামী লীগ সরকারের সময়ে দুজনই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন।
সরকার পরিবর্তনের পর পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে নানা অনিয়ম ধরা পড়ে। ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় ও তহবিল দিলেও তারা তা পারেনি। শেষ পর্যন্ত একীভূত উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আমানতকারীরা চলতি মাসেই দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এসব ব্যাংকের কারও চাকরি যাবে না।’
তিনি জানান, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে, তবে পরিচালিত হবে বেসরকারি খাতে। ফলে কর্মীদের বেতন বাজারভিত্তিক এবং আমানতকারীদের মুনাফা বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত হবে।
গভর্নর বলেন, ‘প্রশাসক দেওয়ার পরও ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে। একই সঙ্গে একীভূত প্রক্রিয়াও এগোবে। প্রত্যেক আমানতকারী চাইলে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।’
জনবল থাকবে আগের মতো
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের মোট সাত শত পঞ্চাশটি শাখা আছে। বিদ্যমান জনবলই এসব শাখায় থাকবে। কোথায় শাখা স্থানান্তর করা যায়, তা বাংলাদেশ ব্যাংক যাচাই করবে।
শেয়ারধারীদের কিছুই থাকছে না
শেয়ারধারীদের বিষয়ে জানতে চাইলে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকে যে পরিমাণ ক্ষত হয়েছে, তাতে প্রতিটি ১০ টাকা শেয়ারের মূল্য ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকা হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবে না। তাদের শেয়ার শূন্য হয়ে গেছে। তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না, এটাই তাদের ভাগ্য। তবে যারা বন্ডে বিনিয়োগ করেছে, তারা টাকা বা শেয়ার পাবে।
কারা হলেন প্রশাসক
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের প্রশাসক হয়েছেন নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম দায়িত্ব নিয়েছেন।
.png)

দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। খাদ্যপণ্যের দাম সামান্য হ্রাস পেলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়তে থাকায় দ্রব্যমূল্যের চাপ এখনো রয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
৩ দিন আগে
প্রায় এক বছর পর দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত মিলছে। টানা স্থবিরতার পর পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও ঋণপত্র খোলা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
৪ দিন আগে
রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫ সফলভাবে শেষ হয়েছে।
৪ দিন আগে