স্ট্রিম প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন। এই শেয়ার হস্তান্তর উপহার হিসেবে করা হবে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে কার্যকর করা হবে।
রোববার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। সেই হিসেবে উপহার হিসেবে দেওয়া শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার হলেও বর্তমানে পরিচালনা পর্ষদে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হয়। মির্জা ইয়াসির আব্বাসের উপহার দেওয়া এই শেয়ারের পরিমাণ ব্যাংকের মোট শেয়ারের প্রায় তিন শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস ব্যাংকটির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট ১০৫ কোটি ৬৯ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন। এই শেয়ার হস্তান্তর উপহার হিসেবে করা হবে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে কার্যকর করা হবে।
রোববার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। সেই হিসেবে উপহার হিসেবে দেওয়া শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার হলেও বর্তমানে পরিচালনা পর্ষদে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হয়। মির্জা ইয়াসির আব্বাসের উপহার দেওয়া এই শেয়ারের পরিমাণ ব্যাংকের মোট শেয়ারের প্রায় তিন শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস ব্যাংকটির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট ১০৫ কোটি ৬৯ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।
শুক্রবার ভোরে প্রথম দফায় হ্যাকড হওয়ার পর ‘এমএস ৪৭০ এক্স’ নামে একটি হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ছবি ও কভার পরিবর্তন করে নিজেদের লোগো বসায়। তারা একটি পোস্টে দাবি করে, ইসলামী ব্যাংকের ‘অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি জানানো হয়। যদিও কি
৩ দিন আগেআজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি।
৩ দিন আগেইসলামী ব্যাংকের হ্যাকড পেজটিতে একটি পোস্টে বলা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরবর্তীতে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
৩ দিন আগেবাংলাদেশে আগামী অর্থবছরের শেষে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর সংস্করণ ২০২৫’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ৮ শতাংশে।
৬ দিন আগে