leadT1ad

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১৭: ৪৬

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আকন ওই এলাকার মো. ইউসু আকনের ছেলে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কায় শাকিল আকন তাঁর বসতবাড়ির উত্তর পাশে বেঁধে রাখা গরু আনতে যায়। একই সময়ে শাকিলের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলছিলেন। হঠাৎ মাঠে বজ্রপাত হলে শাকিল তাৎক্ষণিকভাবে পড়ে যান। এ ঘটনা মায়ের চোখের সামনেই ঘটে। পরে স্থানীয় লোকজন দ্রুত শাকিলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, 'শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।'

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বজ্রপাতে মায়ের সামনে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।'

Ad 300x250

উৎসবের ছোঁয়া লাগলেও অভ্যুত্থান-পরবর্তী সময় বাংলাদেশের জন্য এখনো কঠিন

ব্যাঙের ব্যবচ্ছেদ কিংবা বাংলা হিউমারের কয়েকটা ইউনিক ভ্যারাইটি

৮ দফা দাবিতে ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশি হেফাজতে ইশতিয়াকের মৃত্যু: আপিলের রায় সোমবার পর্যন্ত মুলতবি

অন্য দলের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য

সম্পর্কিত