
.png)

ইন্টারনেট ব্যবহারকারী ৫৯ শতাংশ নারীই অনলাইনে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ও সাইবার জগতে নারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, দেশের যেকোনো প্রান্তে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে জানাতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু ফলোআপ করার দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’