leadT1ad

নারী নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ, কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২১: ০৬
শারমীন এস মুরশিদ। সংগৃহীত ছবি

সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, দেশের যেকোনো প্রান্তে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে জানাতে হবে। ভিকটিমের সহায়তায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি চব্বিশের গণ-অভ্যুত্থানের তরুণ প্রজন্মের সমন্বয়ে ‘কুইক রেসপন্স টিম’ কাজ করবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সকল স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নির্যাতনের শিকার নারী ও শিশুর পাশে দাঁড়াতে কুইক রেসপন্স টিম গঠন করা হবে, যা দ্রুততম সময়ে ভিকটিমের কাছে পৌঁছে যাবে।’

আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। এ প্রসঙ্গে শারমীন এস মুরশিদ বলেন, ‘এই কার্যক্রম কেবল ১৬ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বছরই মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে সচেষ্ট থাকবেন।’

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, ‘একটি আলোকিত সমাজে নারী ও শিশুদের প্রতি যে স্বাভাবিক সম্মানবোধ থাকে, তা গত ১৬ বছরের স্বৈরাচারী পরিবেশে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবক্ষয়ের রূপ আমরা আর দেখতে চাই না। সরকার গঠনের পর থেকে আমরা নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত