.png)

আজ জেমসের জন্মদিন

আজ গিটার-জাদুকর জিমি হেনড্রিক্সের মৃত্যুদিন। রক আইকন জিমির মৃত্যুদিনে আমরা ফিরে দেখব ১৯৬৭ সালের মন্টেরি পপ ফেস্টিভ্যালের মঞ্চে তাঁর পারফরম্যান্সের দিকে। সেদিন কেন তিনি নিজের গিটারে আগুন ধরিয়েছিলেন? সেই মুহূর্তের ছবিকে আজও রক ইতিহাসের সবচেয়ে আইকনিক ছবি হিসেবে মনে করা হয়।