বিগত কয়েকদিন ধরে সবার সোশ্যাল মিডিয়ার ফিড ভেসে যাচ্ছে আগারগাঁও এলাকার ভাইরাল কেকের ফুটেজে। আশপাশের ব্যবসায়ীদের অভিযোগ কেকের প্রকৃত ক্রেতার চেয়ে এলাকায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সংখ্যা বেশি। এতে তৈরি হচ্ছে যানজট, ছোটখাটো দুর্ঘটনা ও নাগরিক ভোগান্তি।