২০২৬ ফুটবল ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফিফা সম্প্রতি লঞ্চ করেছে আপকামিং ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল ফুটবল ‘ট্রায়ন্ডা’কে । বলা হচ্ছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে অত্যাধুনিক ও প্রযুক্তি সম্পন্ন বল হতে যাচ্ছে এই ট্রায়ন্ডা, যার নকশায় লুকিয়ে আছে তিনটি দেশের পারস্পারিক ঐক্যের গল্প।