বাস পোড়ানোর ঘটনায় মামলা, তদন্তে পুলিশের একাধিক টিম
রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কর্মসূচির সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।