leadT1ad

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, বাড্ডায় সমাবেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জুলাই ঐক্য প্ল্যাটফরমের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি

জুলাই ঐক্য প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর প্রগতি সরণির উত্তর বাড্ডা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।

এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কর্মসূচি ঘিরে দুপুর থেকেই রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন তাঁরা। এসময় বিক্ষোভাকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত