leadT1ad

বাস পোড়ানোর ঘটনায় মামলা, তদন্তে পুলিশের একাধিক টিম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৫১
রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কর্মসূচির সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।”

বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাস পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে। তদন্তে নেমে জানা যাবে কারা এতে জড়িত।

ডিবির গুলশান বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাসে আগুন দেওয়ার সঙ্গে নিষিদ্ধ সংগঠনগুলোর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আজ ভোরে বাড্ডা ও শাহজাদপুরে দুটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত