.png)

হলিউড থেকে রাজনীতির অঙ্গন, পপ সুপারস্টার কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে! কেটি পেরি এবং জাস্টিন ট্রুডো দুজন ভিন্ন জগতের মানুষ হলেও এখন এক বন্ধনে যুক্ত, যা নিয়ে কৌতূহলী পুরো বিশ্ব।

কখনো কখনো প্রেম হয়ে যায় এমন এক বোমা, যার বিস্ফোরণে জীবন হয়ে ওঠে বেদনারই সাগর। ঠিক যেমন অতিরিক্ত মিষ্টি খেলেই ডায়াবেটিস বেড়ে যায়, তেমনই অতিরিক্ত ভালোবাসাও টেনে আনতে পারে বিপর্যয়। এই ভালোবাসার বিস্ফোরণকেই বলা হয় ‘লাভ বোম্বিং’। শুনতে একটু কেমন যেন, তাই না? কিন্তু পৃথিবীতে এইরূপ ঘটে।