মানাসলু জয়ের পর তমালের নতুন লক্ষ্য একসাথে 'এভারেস্ট, লোৎসে ও মাকালু' আরোহণ’
বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু বিজয়ী ‘তৌফিক আহমেদ তমাল’ তাঁর পরবর্তী লক্ষ্য হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং তার পার্শ্ববর্তী দুটি আট-হাজারী শৃঙ্গ লোৎসে ও মাকালু একসঙ্গে আরোহণের এক দুঃসাহসিক পরিকল্পনার কথা ঘোষণা করেন।