
.png)

সব প্রতিকূলতাকে জয় করে নেপালের হিমালয়ের ‘মেরা পিক’ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তারা ৬ হাজার ৪ শ ৭৬ মিটার (২১ হাজার ২ শ ৪৭ ফুট) উচ্চতার এই চূড়ায় পৌঁছান।

বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু বিজয়ী ‘তৌফিক আহমেদ তমাল’ তাঁর পরবর্তী লক্ষ্য হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং তার পার্শ্ববর্তী দুটি আট-হাজারী শৃঙ্গ লোৎসে ও মাকালু একসঙ্গে আরোহণের এক দুঃসাহসিক পরিকল্পনার কথা ঘোষণা করেন।