বিদেশি ঋণের অপচয় নয়, চাই কার্যকর অটোমেশন, চাই সফটওয়্যার শিল্পের বিকাশ
বর্তমানে বাংলাদেশের সফটওয়্যার শিল্প নানাবিধ প্রতিকূলতার মুখে। সরকারি প্রকল্প সীমিত, আউটসোর্সিং কাজ এবং স্টার্টআপে বিনিয়োগ কমছে। দেশীয় সফটওয়্যার কেনার মানসিকতাও বেসরকারি খাতে তৈরি হচ্ছে না। এ অবস্থায় সফটওয়্যার শিল্প বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকারের উচিত যথায