যেভাবে তিনি তরুণদের প্রভাবিত করলেন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে সেই সময়ের শাসকদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন ছফা। আবার বছরগুলোতে আমাদের দেশ যে স্বৈরশাসনের ছায়ায় ছিল, এ সময় বেঁচে থাকলে কেমন হতো ছফার ভূমিকা? কী রকম হতেন তিনি?
এআইয়ের বিভিন্ন প্রযুক্তি মানুষের জীবনকে যেমন ‘সহজ’ করেছে, তেমনি আমাদের করেছে অনিরাপদও। লেখার শেষ বেলায় মাথার মধ্যে ‘ওল্ড স্কুল’ ব্যান্ডের একটা গানের লাইন বারবার ঘুরপাক খাচ্ছে, ‘তুই কে রে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে’।