মালি দখলের পথে আল-কায়েদাপন্থী সংগঠন জেএনআইএম
পশ্চিম আফ্রিকার দেশ মালি দখলের পথে রয়েছে আল-কায়েদার শাখা জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। তারা ধীরে ধীরে মালির রাজধানী বামাকোর দিকে অগ্রসর হচ্ছে। শহরটির পতন হলে দেশটি কঠোর শরিয়াহ আইনের অধীনে একটি ইসলামি প্রজাতন্ত্র হওয়ার দিকে এগিয়ে যাবে।