শামসুর রাহমান, আল মাহমুদ, জাতীয়তাবাদ, আধুনিকতা, প্রগতিশীলতার প্রশ্নে আমাদের শহরের কবিদের মধ্যে সূক্ষ্ম একটা ভেদরেখা আছে।
চকবাজারের গলির ভেতর দিয়ে হাঁটলে এখনো শোনা যায় পুরনো ঢাকার অতীতের গুঞ্জন—ইট-সুরকির দেয়ালে লেগে থাকা শতবর্ষের স্মৃতি, বাতাসে ভেসে বেড়ানো নানারকম রান্নার ঘ্রাণ, আর গলির মোড়ে চা খেতে ব্যস্ত মানুষের আড্ডা। কিন্তু এই দৃশ্য বদলাতে চলেছে। আধুনিক নগর পরিকল্পনার ছোঁয়ায় পুরান ঢাকা এখন নতুন করে গড়ে উঠতে যাচ্ছে—