leadT1ad

ফ্লোটিলা এখন কোথায়? কী ঘটছে সেখানে?

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২০: ৩৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ৩৭টি দেশের দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছে। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও এই বহরের একটি জাহাজে রয়েছেন। ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করে এই ত্রাণ মিশনে বাধা দেয়, যাকে আয়োজকরা ‘অবৈধ আক্রমণ’ বলে অভিহিত করেছেন। গাজার সামুদ্রিক অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়াই এই মিশনের মূল লক্ষ্য।

ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে এবং আটককৃতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত