leadT1ad

লাইফ ম্যাগাজিনের জন সারের চোখে ১৯৭১ এর শরণার্থী শিবির

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৭

১৯৭১ সালের জুন মাসে লাইফ ম্যাগাজিনের সাংবাদিক জন সার এবং ফটোগ্রাফার মার্ক গডফেরি সরেজমিনে প্রত্যক্ষ করেছিলেন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা। করিমপুর থেকে কৃষ্ণনগর—রাস্তার ধারের সেই মৃত্যুর মিছিল, কলেরার মহামারী এবং পাক হানাদার বাহিনীর বর্বরতার শিকার অসহায় মানুষের করুণ চিত্র উঠে এসেছে তাদের রিপোর্টে। এই ভিডিওতে আমরা সেই লোমহর্ষক ইতিহাসের দিকে ফিরে তাকাব।

Ad 300x250

সম্পর্কিত