leadT1ad

বঙ্গীয়-বদ্বীপের রাজনীতি ও সমাজ নিয়ে আজিজুল রাসেলের আলাপ

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৪

বঙ্গীয়-বদ্বীপের ইতিহাস এক দিনের নয়। দুই হাজার বছর ধরে গড়ে উঠেছে পলিবাহিত এই জনপদ। বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমবব্যায়ে এই বঙ্গীয়-বদ্বীপে সমাজ, ধর্ম ও সংস্কৃতি যেভাবে বিকশিত হয়েছে, তার মধ্যে রয়েছে সমন্বয়ের সুর। কিন্তু পরিবেশগত প্রভাব আর কৃষিভিত্তক সমাজ কাঠামোর ফলে বঙ্গীয়-বদ্বীপভুক্ত পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলার সমাজ কাঠামো এখন খানিকটা আলাদা। যার প্রভাব ধীরে ধীরে দুই বাংলার রাজনৈতিতেও পড়েছে।

সম্প্রতি-বদ্বীপের সমাজ, রাজনীতি ও মতাদর্শ নিয়ে মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ফিরে তাকিয়েছি বাংলাদেশের গত দুই হাজার বছরের পথপরিক্রমায়। জানার চেষ্টা করেছি, কীভাবে গড়ে উঠেছে এ জনপদের মানুষ, সমাজ ধর্ম ও রাজনীতি। বিষয়গুলো নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন গবেষক আজিজুল রাসেল।

Ad 300x250

সম্পর্কিত