leadT1ad

কার্বন নিউট্রাল বেবি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৫০

সম্প্রতি সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব পেয়েছে এক আন্তর্জাতিক স্বীকৃতি। রুহাব এখন বাংলাদেশের প্রথম 'কার্বন নিউট্রাল বেবি'। মাত্র আট মাস বয়সী এই শিশুর জন্য তার বাবা-মা রোপণ করেছেন ৫৮০টি গাছ। এর আগে ২০২২ সালে ভারতের তামিলনাড়ুতে আদাভি নামে একটি শিশু জন্ম নিয়েছিল। তার বাবা-মা তার জন্মের পর প্রায় ৬০০০ গাছ রোপন করেছিল। আদাভিকে বলা হয়েছিল বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল বেবি। কিন্তু কেন এই উদ্যোগ? এই কার্বন নিউট্রাল বেবি' আসলে কী আর এর গুরুত্বই বা কতটুকু?

Ad 300x250

সম্পর্কিত