leadT1ad

কেউ আর কাউকে চিঠি লেখে না

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪

একসময় মানুষ পায়রার মাধ্যমে চিঠি আদান-প্রদান করতো। এখন অবশ্য মুঠোফোনের ক্ষুদে বার্তা বা সোস্যাল মিডিয়াতেই সে কাজটা আমরা করে ফেলতে পারি। তবুও, হলুদ খামের ভেতর ভাঁজ করা চিঠির স্মৃতি যেন এখনও স্থান দখল করে আছে আমাদের অনেকেরই মনের মধ্যে- বিশেষ করে যারা ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগের যুগটা দেখেছি। সেই সময়ের চিঠির সঙ্গে মিশে থাকত অপেক্ষাও। ফিরতি চিঠি কবে আসবে তার থাকত না কোনো তারিখ, কোনো সময়সীমা। কেবল অপেক্ষার পালা।

আঠা দেয়া হলুদ খাম- তার উপর সযতনে লেখা ঠিকানা, লাল ডাকবাক্স, ডাকপিয়নের ডাক - এসব যেন আমাদের অনেককেই ফিরিয়ে নিয়ে যায় ব্যস্ত ডাকঘরের অতীতের দিনগুলিতে। আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। বন্ধুরা, মনে আছে ছোটবেলায় পড়েছিলাম ঘোড়ার ডাক প্রচলন করেন কে? ভাবতাম - কেন- ঘোড়া কি ডাকতে পারে না? পরে বুঝেছি এই ডাক সেই ডাক নয়, এই ডাক হলো ঘোড়া ব্যবহার করে গড়ে তোলা ডাক ব্যবস্থা।

চলুন আজ ডাক দিবসে এক নজরে দেখে নেই, বাংলাদেশের ডাক ব্যবস্থার ইতিহাস।

Ad 300x250

সম্পর্কিত