ঢাকার গবেষণা ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (daira)-এর আয়োজনে সোমবার ২৪ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত হয়েছে নীতিবিষয়ক গোলটেবিল আলোচনা। যার শিরোনাম ছিল ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ।’
আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অর্থায়ন ব্যবস্থা, বিদ্যমান আইন, বিধিনিষেধ ও সীমাবদ্ধতা নিয়ে ব্যাপক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞরা বর্তমান নীতিমালার ফাঁকফোকর, কাঠামোগত ভারসাম্যহীনতা এবং স্বচ্ছতার ঘাটতি চিহ্নিত করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সহ অনেকে।