leadT1ad

গাবু ও কোক স্টুডিওর ক্যাফে

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ২৫

সম্প্রতি মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান ‘ক্যাফে’। পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সম্পাদিত 'ঝরা সময়ের গান' (১৯৯৬) অ্যালবামের জনপ্রিয় গান ‘আমার প্রিয়া ক্যাফে’ কে এবার নতুনভাবে হাজির করা হয়েছে। গানটির স্রষ্টা মহীনের ঘোড়াগুলির আদি ও প্রধান ‘ঘোড়া’ গৌতম চট্টোপাধ্যায়। কোক স্টুডিও বাংলার ‘ক্যাফে’ গানটিতে কণ্ঠে দিয়েছেন তানযীর তুহীন, ব্রাজিলীয় শিল্পী লিভিয়া মাতোস আর পশ্চিমবঙ্গের গৌরব চট্টোপাধ্যায় গাবু। গৌতম চট্টোপাধ্যায়ের সন্তান ও ‘লক্ষীছাড়া’ ব্যান্ডের গাবু স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন নতুন গান, মহীনের ঘোড়াগুলি ও গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে।

Ad 300x250

সম্পর্কিত