leadT1ad

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্ট্রিম ডেস্ক
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে গেলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য আছে। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন। এ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়েছে। তামিমের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই অস্থিরতা আরও গভীর হলো।

তামিমের মনোনয়ন প্রত্যাহারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ক্লাব সমর্থিত এক ডজনের বেশি প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার কথা ভাবছেন।

এদিকে, দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবে তামিমের মনোনয়ন প্রত্যাহারের পর বিসিবি নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক হবে তা নিয়ে আরও সংশয় তৈরি হলো।

এছাড়া, তাঁর এ মনোনয়ন প্রত্যাহারে ক্রিকেট রাজনীতি যে জাতীয় রাজনীতির সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে তার ইঙ্গিত মেলে। আর এসবই বিসিবি নির্বাচনকে আরও ঝুঁকিতে নিয়ে গেল।

Ad 300x250

সম্পর্কিত