স্ট্রিম ডেস্ক

টানা দুই দিন ধরে দেশের ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনে চলছে সাকিব আল হাসানকে ঘিরে তীব্র বিতর্ক। গতকাল (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি পোস্ট দেন। আসিফের সেই পোস্টের পাল্টা প্রতিক্রিয়াও সাকিব জানান। এবার সাকিবের সেই পাল্টা প্রতিক্রিয়ারা জবাব দিলেন আসিফ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আসিফ মাহমুদ এই জবাব দেন। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্য যে সাকিব আল হাসানকে ঘিরেই তা পরিষ্কার।
তিনি লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
পোস্টে তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’
তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে ক্রিকেট বোর্ডের ভেতরেও এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করতে না পারায় তাঁর জাতীয় দলে ফেরার সুযোগ জটিল হয়েছে।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সাকিব শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে সাকিবের সাথে এখনও শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে।
এর কয়েক ঘণ্টা পরই আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.”
সেই স্ট্যাটাসের জবাবে সাকিবও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’
এই প্রতিক্রিয়ার পর আজকের নতুন পোস্টে আসিফ মাহমুদ আরও স্পষ্ট জানিয়ে দিলেন যে কেবল ক্রিকেটার হিসেবেই নয়, রাজনৈতিক ভূমিকার কারণেও সাকিবের পুনর্বাসন সম্ভব নয়।

টানা দুই দিন ধরে দেশের ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনে চলছে সাকিব আল হাসানকে ঘিরে তীব্র বিতর্ক। গতকাল (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি পোস্ট দেন। আসিফের সেই পোস্টের পাল্টা প্রতিক্রিয়াও সাকিব জানান। এবার সাকিবের সেই পাল্টা প্রতিক্রিয়ারা জবাব দিলেন আসিফ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আসিফ মাহমুদ এই জবাব দেন। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্য যে সাকিব আল হাসানকে ঘিরেই তা পরিষ্কার।
তিনি লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
পোস্টে তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’
তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে ক্রিকেট বোর্ডের ভেতরেও এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করতে না পারায় তাঁর জাতীয় দলে ফেরার সুযোগ জটিল হয়েছে।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সাকিব শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে সাকিবের সাথে এখনও শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে।
এর কয়েক ঘণ্টা পরই আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.”
সেই স্ট্যাটাসের জবাবে সাকিবও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’
এই প্রতিক্রিয়ার পর আজকের নতুন পোস্টে আসিফ মাহমুদ আরও স্পষ্ট জানিয়ে দিলেন যে কেবল ক্রিকেটার হিসেবেই নয়, রাজনৈতিক ভূমিকার কারণেও সাকিবের পুনর্বাসন সম্ভব নয়।

বিশ্বমানের একটি অন্তর্ভুক্তিমূলক ও অনুপ্রেরণাদায়ক টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই প্রথমবার আয়োজক হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
১২ দিন আগে
দেশের ক্রিকেট অঙ্গন এখন এক অন্ধকার সময় পার করছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেছেন, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালে নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম তাঁকে যৌন হয়রানি করেন।
১৮ দিন আগে
রাত গভীর, অন্ধকারে ঢাকা শহর যেন চোখ বন্ধ করে শুয়ে আছে। আর তার বাইরে, গ্যালারিরা ফাঁকা, প্রতিফলিত একটু নীরবতা যে নীরবতায় রয়েছে ব্যাকরণবিধ্বস্ত স্বপ্ন। তিনটি ওয়ানডে সিরিজ, তিনটি ভয়াল পরাজয়।
১৩ অক্টোবর ২০২৫
আবুধাবির প্রকৃতিতে আলো-ছায়ার খেলা যখন সন্ধ্যার আবরণে ঢেকে যাচ্ছিল, বাংলাদেশের ইনিংসের আলো নিভে গেছে তার অনেক আগেই। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে যা ঘটল, তা নতুন কিছু নয়, বরং পুরনো এক হতাশার প্রতিধ্বনি।
১২ অক্টোবর ২০২৫