স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে গেলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য আছে। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন। এ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়েছে। তামিমের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই অস্থিরতা আরও গভীর হলো।
তামিমের মনোনয়ন প্রত্যাহারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ক্লাব সমর্থিত এক ডজনের বেশি প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার কথা ভাবছেন।
এদিকে, দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবে তামিমের মনোনয়ন প্রত্যাহারের পর বিসিবি নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক হবে তা নিয়ে আরও সংশয় তৈরি হলো।
এছাড়া, তাঁর এ মনোনয়ন প্রত্যাহারে ক্রিকেট রাজনীতি যে জাতীয় রাজনীতির সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে তার ইঙ্গিত মেলে। আর এসবই বিসিবি নির্বাচনকে আরও ঝুঁকিতে নিয়ে গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে গেলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য আছে। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন। এ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়েছে। তামিমের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই অস্থিরতা আরও গভীর হলো।
তামিমের মনোনয়ন প্রত্যাহারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ক্লাব সমর্থিত এক ডজনের বেশি প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার কথা ভাবছেন।
এদিকে, দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবে তামিমের মনোনয়ন প্রত্যাহারের পর বিসিবি নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক হবে তা নিয়ে আরও সংশয় তৈরি হলো।
এছাড়া, তাঁর এ মনোনয়ন প্রত্যাহারে ক্রিকেট রাজনীতি যে জাতীয় রাজনীতির সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে তার ইঙ্গিত মেলে। আর এসবই বিসিবি নির্বাচনকে আরও ঝুঁকিতে নিয়ে গেল।

বিশ্বমানের একটি অন্তর্ভুক্তিমূলক ও অনুপ্রেরণাদায়ক টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই প্রথমবার আয়োজক হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
২২ দিন আগে
দেশের ক্রিকেট অঙ্গন এখন এক অন্ধকার সময় পার করছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেছেন, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালে নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম তাঁকে যৌন হয়রানি করেন।
১০ নভেম্বর ২০২৫
রাত গভীর, অন্ধকারে ঢাকা শহর যেন চোখ বন্ধ করে শুয়ে আছে। আর তার বাইরে, গ্যালারিরা ফাঁকা, প্রতিফলিত একটু নীরবতা যে নীরবতায় রয়েছে ব্যাকরণবিধ্বস্ত স্বপ্ন। তিনটি ওয়ানডে সিরিজ, তিনটি ভয়াল পরাজয়।
১৩ অক্টোবর ২০২৫
আবুধাবির প্রকৃতিতে আলো-ছায়ার খেলা যখন সন্ধ্যার আবরণে ঢেকে যাচ্ছিল, বাংলাদেশের ইনিংসের আলো নিভে গেছে তার অনেক আগেই। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে যা ঘটল, তা নতুন কিছু নয়, বরং পুরনো এক হতাশার প্রতিধ্বনি।
১২ অক্টোবর ২০২৫