জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
স্ট্রিম প্রতিবেদক
জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে দলটির কেন্দ্রীয় এক নেতা মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে প্রসিকিউশনের একজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রসিকিউশনের একটি সূত্র স্ট্রিমকে জানান, আলোচনায় এনসিপির ওই নেতা প্রসিকিউশনের সদস্যের কাছে জানতে চান– আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করতে হলে কীভাবে করতে হবে।
জবাবে ওই নেতাকে জানানো হয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে অন্য একটি দলের করা অভিযোগের তদন্ত এরমধ্যে শুরু করেছেন। এনসিপি অভিযোগ করলে আগেরটির সঙ্গেই তদন্ত হতে পারে। এতে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা অভিযোগটি আরও জোরালো হবে। আরও জানানো হয়, যে কেউ এই অভিযোগ দিতে পারবে। শহীদ পরিবার থেকেও অভিযোগ করা যাবে।
গত বছরের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ জমা দেন। সেখানে গণঅভ্যুত্থান দমনে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়।
এতে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল-সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক।
মামলাটির অগ্রগতি নিয়ে আজ সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।
এদিকে, সম্প্রতি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। গত ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। কেননা তাদের রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া যাবে না। এ ছাড়া ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
নাহিদ আরও বলেন, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব। আদালতের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। কারণ রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে দলীয় প্রধান হিসেবে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন হাসিনা। তাই জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগের দ্বারা সংঘটিত অপরাধ। এজন্য দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত।
জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে দলটির কেন্দ্রীয় এক নেতা মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে প্রসিকিউশনের একজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রসিকিউশনের একটি সূত্র স্ট্রিমকে জানান, আলোচনায় এনসিপির ওই নেতা প্রসিকিউশনের সদস্যের কাছে জানতে চান– আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করতে হলে কীভাবে করতে হবে।
জবাবে ওই নেতাকে জানানো হয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে অন্য একটি দলের করা অভিযোগের তদন্ত এরমধ্যে শুরু করেছেন। এনসিপি অভিযোগ করলে আগেরটির সঙ্গেই তদন্ত হতে পারে। এতে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা অভিযোগটি আরও জোরালো হবে। আরও জানানো হয়, যে কেউ এই অভিযোগ দিতে পারবে। শহীদ পরিবার থেকেও অভিযোগ করা যাবে।
গত বছরের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ জমা দেন। সেখানে গণঅভ্যুত্থান দমনে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়।
এতে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল-সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক।
মামলাটির অগ্রগতি নিয়ে আজ সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।
এদিকে, সম্প্রতি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। গত ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। কেননা তাদের রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া যাবে না। এ ছাড়া ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
নাহিদ আরও বলেন, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব। আদালতের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। কারণ রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে দলীয় প্রধান হিসেবে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন হাসিনা। তাই জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগের দ্বারা সংঘটিত অপরাধ। এজন্য দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নানামুখী মেরুকরণ ঘটছে। বিএনপির এক সময়ের জোটসঙ্গী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো স্বতন্ত্র নির্বাচনী জোট গড়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল সমঝোতার পথে অনেক দূর এগিয়ে গেছে।
৩ ঘণ্টা আগেনিজেকে রাষ্ট্রগঠনের পক্ষের মানুষ দাবি করে মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদী সাংস্কৃতিক ব্যবস্থার বিপরীতে জনগণের সামনে একটি ইতিবাচক বিকল্প উপস্থাপন করতে হবে। তা করতে না পারলে জনগণ পুরোনো সাংস্কৃতিক ব্যবস্থায় ফিরে যাবে।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যভিত্তিক এই বিএনপি নেতা আরও বলেছেন, ছাত্রদের নেতৃত্বে পরিচালিত যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার পতন ঘটে, সেটির পূর্ণতা আসবে কেবল একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে। ‘আমরা নিশ্চিত, আমরা জিতব,’ বলেছেন তারেক রহমান। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া তাঁর প্রথম স
৪ ঘণ্টা আগেস্মৃতিস্তম্ভ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আবরার ফাহাদ জীবন দিয়েছিল— সেই থেকে এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য স্মৃতিস্তম্ভ করার চিন্তা মাথায় চেপে বসে। এই স্মৃতিস্তম্ভের কাজ করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি, সবার প্রতি কৃতজ্ঞ।
৪ ঘণ্টা আগে