দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরা কেবল বিএনপির পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যত পরিকল্পনা গ্রহণ করেছে, সেসব বাস্তবায়ন করতে হলে দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে এবং। সেটি কেবল বিএনপির পক্ষেই সম্ভব।
আজ রোববার (৭ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বিশ্বাস করি, যত পরিকল্পনা নিয়েছি, সেসব বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা। আর সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। যদি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, প্রতিটি পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।’
বিগত আওয়ামী শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, ‘যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি—সব স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে, আমরা মাথা পেতে নেব।’
আগামী দুই মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, ‘বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো রুখে দিতে প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনাকে সফল করতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ অনেক কঠিন সময় পার করছে। ষড়যন্ত্র রুখে দিতে পারলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, কনফারমেশন দিয়ে বেড়াচ্ছেন। একজন সাধারণ মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, যা আমার না, আমি যদি তা দেওয়ার কথা বলি, তাহলে আমি তাঁর (আল্লাহর) সঙ্গে পাল্লা দিচ্ছি।’
তারেক রহমান বলেন, ‘দুনিয়া, দোজখ, বেহেশত—সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, তাহলে আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে আমি বুঝি, সেটি শিরকের পর্যায়ে পড়ে। কে কোথায় যাবে, ইহকাল-পরকালে কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আল্লাহর।’