leadT1ad

যমুনার সামনে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম আট দলের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫: ০১
সংবাদ সম্মেলনে জোটের নেতারা

আগামী রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি দেবে আট দল। আজ বুধবার (১২ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দিয়েছে তারা।

মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদি শক্তির নাশকতা ও অপতৎপরতা রোধে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশব্যাপী রাজপথে অবস্থান করবে আট দল, পরদিন শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পাঁচ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে দলগুলো।

অধ্যাপক মুজিবুর রহমান আরও জানান, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় আল-ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, পাঁচ দফা দাবিতে আট দল লাগাতার আন্দোলন করে আসছে। পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে এলেও এখন তাদের মূল দাবি দুটি—জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট আয়োজন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই দাবিতে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) পল্টন মোড়ে আট দল বৃহৎ সমাবেশ করেছে। সমাবেশের পরে দলগুলোর শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখান থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে দাবিগুলো নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত হয়। এই জন্যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার জরুরি সাক্ষাত চাওয়া হয়েছে। সাক্ষাতেই নেতারা রাজনৈতিক সংকট নিরসনের চেষ্টা করবেন। তবে একই সঙ্গে রাজপথেও কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল জানান, আজ বুধবার সকালেও আট দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোই আজকের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনের সবগুলো দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত