leadT1ad

জুলাই সনদে গণভোট দ্রুত আয়োজনের দাবি জামায়াতের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১: ৫৭
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক। সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, গণভোট আয়োজন নিয়ে সরকারের গড়িমসি জাতির জন্য ‘উদ্বেগজনক’।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াত আমির তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।

বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, সরকার জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে দেরি করছে।

পরিষদ জানায়, ‘কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার ধারণা পোষণ করছেন। এতে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং পুরো প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে।’

জামায়াতের দাবি, অন্তর্বর্তী সরকার যেন দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করে। পাশাপাশি ওই গণভোটের ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানায় দলটি।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত