leadT1ad

এই জরিপ স্পষ্টত উদ্দেশ্যপ্রণোদিত একাডেমিক অপচেষ্টা: ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক। ছবি: সংগৃহীত

‘সীমিত মানুষের ওপরে করা জরিপের ভিত্তিতে নির্বাচনের ফলাফল সম্পর্কে আগামবার্তা দেওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিবৃত্তিক অপপ্রয়াস’ বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটি জাতীয় দৈনিকের করা জরিপকে ‘স্পষ্টত উদ্দেশ্যপ্রণোদিত একাডেমিক অপচেষ্টা’ বলেও মন্তব্য করেছে দলটি।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এখান থেকে মাত্র ১ হাজার ৩৪২ জনের মতামত নিয়ে করা জরিপের ভিত্তিতে আগামীর নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবেন, কে বেশি আসন পাবে, কোন দল জয়ী হলে দেশের ভালো হবে ইত্যাদি প্রশ্নে পূর্বাভাস দেওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিবৃত্তিক অপপ্রয়াস। কারণ এতো অল্পসংখ্যক নমুনা ব্যবহার করে এতো বিপুল সংখ্যক ভোটারের চিন্তা সম্পর্কে আভাস পাওয়া যায় না। তারপরেও দেশের শীর্ষ একটি পত্রিকা এই জরিপের সংবাদ গুরুত্বসহ উপস্থাপন করে আগামী নির্বাচনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করার অপচেষ্টা করছে বলে মনে করা অযৌক্তিক না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, ‘জরিপ করা হয়েছে এমন মানুষদের মধ্যে যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন তাদের মধ্যে। যে প্রতিষ্ঠান জরিপ করেছে তাদের বিশ্বাসযোগ্যতার ওপরে আস্থা রাখার কোনো কারণ নাই। স্পষ্টত বোঝা যায়, এই জরিপ একটি উদ্দেশ্যপ্রণোদিত একাডেমিক অপচেষ্টা। দেশের অধিকাংশ মানুষ বিদ্যমান বন্দোবস্তের বিপক্ষে তাদের অবস্থান জানিয়েছে। ইসলামপন্থীদের প্রতি মানুষের আস্থা বেড়েছে। চাঁদাবাজদের প্রতি মানুষের অনিহা প্রকট হয়েছে। কিন্তু এই জরিপ সেই পুরোনো বন্দোবস্তের পক্ষে জনমত আছে বলে উপস্থাপন করেছে। এটা জনমতকে ভিন্নপথে পরিচালিত করার একটি অপপ্রয়াস ছাড়া কিছু না।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘যাদের নেতৃত্বে ফ্যাসিবাদ উৎখাত হলো তাদের চেয়ে ফ্যাসিবাদ বেশি আসনে জয় লাভ করবে বলে যে জরিপ দেখায় সেই জরিপের বিশ্বাসযোগ্যতার প্রশ্নের বাইরেও তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত স্থানীয় সরকার নির্বাচনে যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে নাকি মাত্র শূন্য দশমিক এক শতাংশ দলটির পক্ষে মতামত জানিয়েছে। এই জরিপ কত হাস্যকর, একপেশে এবং অবাস্তব তার একটা ছোট উদহারণ এটা।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে জনমতকে ভুলভাবে প্রভাবিত করার জন্য তথ্যের ভুল উপস্থাপন, অপতথ্য তৈরি ও উপস্থাপনের নিন্দা করে এবং সকলকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য তৈরি ও উপস্থাপনের আহ্বান জানায়।’

Ad 300x250

সম্পর্কিত