leadT1ad

আগামীকাল আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট: পাটওয়ারী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৪৪
নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের লক-ডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এসময় পাটওয়ারী আরও বলেন, ‘আওয়ামী লীগের লকডাউন নাকি আগামীকাল। আগামীকাল সকল দল মাঠে থাকবে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য একাই যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ একা দাঁড়িয়ে ছিল বলেই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়েছিল। সে সময় বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল সঙ্গে? সেখানে তো কাউকেউ উঁকি দিতে দেখি নাই।’

আওয়ামী লীাগের বাংলাদেশে মরণ হয়ে গেছে। এখন যে দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বল মন্তব্য করেন পাটওয়ারী।

বিএনপির সমালোচনা করে পাটোয়ারী বলেন, ‘গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরও ১০০ বছরও চেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাতে পারবে না। বাংলাদেশের বড় জনগোষ্ঠী গণভোট চায়, বিএনপির যারা চায় না, সেই অংশ হচ্ছে একদম চুঁনোপুটি। আপনারা এত বড় বাহিনীর (জনগণ) সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কীভাবে? লাঠি, বাঁশ কিংবা অস্ত্র নিয়ে দাঁড়াবেন? এরকম আওয়ামী লীগ, যুবলীগও দাঁড়িয়েছিল। তারা কিন্তু পারে নাই। অতীতের এক বছরের শিক্ষা থেকে যদি কেউ দায়িত্ব না নেয় তার দায়িত্ব আর এনসিপি নেবে না, জনগণই নেবে।’

গণভোটের দাবিতে আন্দোলন করা ৮ দলের উদ্দেশে পাটওয়ারী বলেন, ‘আট দল যে আন্দোলন করছে, তারা তাদের আন্দোলন করুক। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই তার অধিকার নিয়ে কথা বলার অধিকার রাখে। কেউ যদি আপনাদের বাঁধা দেয় সেটার ভবিষ্যৎ অন্ধকার। আপনারা দাবি আদায় করেই ঘরে ফিরবেন আশা করি। আমরা সরকারকে পরীক্ষা করছি, সরকারের মতিগতি পর্যবেক্ষণ করছি।’

স্বাস্থ্য খাত নিয়ে পাটওয়ারী বলেন, ‘চিকিৎসায় সরকারি হাসপাতালগুলো এত বাজে অবস্থা যে আমাদের যেতে হয় প্রাইভেট হাসপাতালে। স্বাস্থ্য খাত এত বাজে যে বহিঃশত্রু তো দূরে থাক, ভেতরে ভেতরে আমরা একেকজন মরণাপন্ন। স্বাস্থ্য খাত কীভাবে ভালো হবে? কলা অনুষদের বিষয়ে পড়ে মেডিকেলের জ্ঞান দেয়। এসব নৈরাজ্য বন্ধ হওয়ার জন্য আমরা সরকারকে জানাব, আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ নিক।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত