leadT1ad

খালেদা জিয়ার নিরাপত্তায় কাজ শুরু এসএসএফের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হাসপাতালে খালেদা জিয়া। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে সেখানে পৌঁছান এসএসএফ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলটির মিডিয়া সেল জানিয়েছে, আজ দুপুর ২টা ২০ মিনিট থেকে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ বাহিনীর সদস্যরা হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন। এ ছাড়া এভারকেয়ার হাসপাতাল এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ সদস্যও নিয়োজিত রয়েছেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার সিদ্ধান্ত হয়। সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনাও করা হয়।

পরে সরকারের বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসান। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এখনো বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি, তবে যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসে তাঁর চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন বলেও জানান তিনি।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সোমবার ভোরে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত