leadT1ad

হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে দলের জনসভায় মামুনুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৩: ৪৯
হেলিকপ্টারে মামুনুল হক (বামে), হালুয়াঘাটের সমাবেশে মামুনুল হক (ছবি ভিডিও থেকে)

হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ময়মনসিংহে নিজ দলের দুটি জনসভায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের দুটি গণসমাবেশ রয়েছে। দুপুর দেড়টার কিছু আগে হালুয়াঘাটের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের নিয়ে পৌঁছেছেন তিনি। সেখান থেকে ফুলপুরের সমাবেশে তাঁদের যোগ দেওয়ার কথা রয়েছে।

খেলাফত মজলিসের নেতারা হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে পৌঁছেছেন। হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিওতে তাঁর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান রয়েছেন। দলের প্রচার সম্পাদক হাসান জুনাইদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে অংশ নেন মামুনুল হক। স্থানীয় ‘আল আমিন সংস্থা’র উদ্যাগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখান থেকে ঢাকায় পৌঁছে আজ শনিবার ময়মনসিংহের সমাবেশে যোগ দিয়েছেন মামুনুল হক।

Ad 300x250

সম্পর্কিত