leadT1ad

নির্বাচন করব, তবে কোন দল থেকে নিশ্চিত না: আসিফ মাহমুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৭: ০০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমি নির্বাচন করব। তবে কোন দল থেকে নির্বাচন করব সেটা নিশ্চিত না। এখনও বলার কিছু নেই। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে। ওপর থেকে যে সিস্টেম আছে সেটা মেনে চলতে হয়।’

আজ বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করব। উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিৎ না। কোন দল থেকে নির্বাচন করব সেটা নিশ্চিত না।’

নিজের পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

আওয়ামী লীগকে বিদায়ের পর বাক স্বাধীনতা ফিরে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কুটনৈতিক পার্সপোর্ট বাতিল করেছি। সম্পদের হিসাব দাখিল করেছি।

Ad 300x250

সম্পর্কিত