leadT1ad

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২০: ২৮
সারজিস আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ‘জুলাই যোদ্ধা’ এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য এই মূল্য ২ হাজার টাকা রাখা হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

দলটির শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই এখনো মনোনয়ন ফরম না কিনলেও গত ১০ নভেম্বর ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এছাড়া গত ১২ নভেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত