leadT1ad

আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: ভিপিপ্রার্থী শামীম

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০২
ভিপিপ্রার্থী শামীম। স্ট্রিম ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতিপ্রার্থী (ভিপি) শামীম হোসেন অভিযোগ করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।’ তবে এখন পর্যন্ত ভোট ‘মোটামুটি সুষ্ঠু’ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কিছু ভুলত্রুটি হচ্ছে, তবে আমার দেখামতে ভোট এখন পর্যন্ত সুষ্ঠুই হচ্ছে।’

‘প্রোপাগান্ডা ছড়ানো’ হয়েছে অভিযোগ করে শামীম বলেন, ‘এটি করছে একটি বিদেশি গোষ্ঠী। আমি এটি নিয়ে সিরিয়াস নই। তাদের প্রোপাগান্ডা যদি জয়লাভ করে তাহলে আমি পরাজিত হবো।’

তবে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদ’ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার ব্যাকআপ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলাফল যাই হোক মেনে নেব, ইনশাআল্লাহ।’

Ad 300x250

সম্পর্কিত